১৫ সেপ্টেম্বর ২০২১

উম্মে হাবীবা আফরোজা


অন্তিমযাত্রা


মহাকালের যাত্রা ফেরিয়ে

ঘড়ির কাঁটাটা যেনো আজ বয়ে চলেছে

অন্তিমযাত্রার অভিমুখে।


মোহজালে বন্দী এই জীবন,

যেনো শত আলোকরশ্মির পিদিম জ্বেলে

মায়া অশ্রু-নয়নে আপাদমস্তক সমর্পিত হয়েছে

কোলাহল বিমুখতাময় জীবনের তরে।


হারিয়ে গেছে বর্ণিল সেই শৈশব,

ঘাস ফড়িং এর সেই প্রজাপতি মন,

স্বপ্নিল আবেশে ঘেরা কৃষ্ণচূড়ার পাপড়ি ছড়ানো প্রেমবিলাসী মন।


ক্রমশ হারিয়ে যাচ্ছি আমরা মানচিত্রের কাঁটাতারে বিচ্ছেদময় যাতনার রোষানলে।

হারিয়ে গেছে লাল টিপ, রেশমি চুঁড়ির ঝংকার,

আলোকচ্ছটাময় প্রাণচঞ্চল কিশোরীর মন।


হারিয়ে গেছে চিরতরে আমার প্রথম প্রেম, বাস্তবতার ব্যস্ততায়, নিদারুণ শূন্যতায়,

এমনি করে কালের স্বাক্ষী হয়ে হারিয়ে যাবেো আমি,তুমি, সেই বা তাহারাও।


সময়ের কাছে হারিয়ে যাবো আমরা সবাই,

এক কঠিন বাস্তবতায় অন্তিমযাত্রার সাথী হতে

তোমার অভিশপ্ত নাগরিক শহর থেকে

দূরে আরে দূরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much