জানিনা কেন
কিছু পিছু টান, কিছু ফেলে আসা গান,
নিত্য গভীর করে ক্ষত।
তবুও না জানি কেনো, ওদিকেই মন ছোটে এতো।
কিছু ভুল, কিছু কাগজের হলুদ ফুল,
ডায়েরি লেখে প্রতিনিয়ত।
তবুও না জানি কেনো,
জীবন হাতড়ায় পোড়া ছাই এতো।
চুপ থাকতে থাকতে,
ঠোঁট জোড়া আজ হয়েছে বোবা,
হারিয়েছে কথা ছিল যতো।
কানে পড়ে শব্দগুলি হয় দিশাহীন,
মনের দরজায় ধাক্কা লাগে না আর আগের মতো।
দারুণ
উত্তরমুছুনaloked54@gmail.com কবিতা লিখুন কবিতা I অনন্যা, অসাধারণ ও অপূর্ব স্বদ্ধ চয়ন I ভাব এতো সুন্দর, যা মোন কাড়ে I ধন্যবাদ 🌹🌹🌹
উত্তরমুছুনচমৎকার অভিব্যক্তি
উত্তরমুছুন