১৫ সেপ্টেম্বর ২০২১

সুচিতা সরকার

 



জানিনা কেন


কিছু পিছু টান, কিছু ফেলে আসা গান,
নিত্য গভীর করে ক্ষত।
তবুও না জানি কেনো, ওদিকেই মন ছোটে এতো। 

কিছু ভুল, কিছু কাগজের হলুদ ফুল,
ডায়েরি লেখে প্রতিনিয়ত।
তবুও না জানি কেনো, 
জীবন হাতড়ায় পোড়া ছাই এতো। 

চুপ থাকতে থাকতে, 
ঠোঁট জোড়া আজ হয়েছে বোবা, 
হারিয়েছে কথা ছিল যতো।
কানে পড়ে শব্দগুলি হয় দিশাহীন,
মনের দরজায় ধাক্কা লাগে না আর আগের মতো।


৩টি মন্তব্য:

thank you so much