১৫ সেপ্টেম্বর ২০২১

মেঘশ্রী বন্দ্যোপাধ্যায়


অভিযোজন


প্রতি মুহূর্তের সাথে 
আমি পাল্টে যাই একটু একটু করে
বদলের ইতিহাস কালি কলমের প্রশ্রয় পায় না।
চুপি চুপি বয়ে চলে ফল্গু নদীর মত।

বাড়তি উপল পিছে ফেলে গেলে
হয়তো ভালো হত
তবু তাদের নিঃসঙ্গ করে
এগিয়ে যেতে মন চায় না। 

বেখেয়ালে ভরা সাজি 
কখনও উপছে পড়ে আপন মনে
রয়ে যায় পথের পাশে কোথাও।
সঙ্গমে পা রেখে হঠাৎ একদিন মনে পড়ে
সব তো আনা হল না…

অথবা সবই আনা হয়েছে
হয়তো স্রোতের টানে নয়…
অমোঘ অভিযোজনে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much