১৫ সেপ্টেম্বর ২০২১

গোলাম কবির

 সে তুমি আমার প্রেম 


 না, লিখে দিইনি কাউকেই কোনো দাসখৎ!

 ভালবেসে চিরকাল বশ্যতা মেনেছি তোমার। 

 তবুও এই অবারিত সবুজের দিগন্ত সাক্ষী,

 ভালবাসার যৌবনের মধুর স্মৃতিময়

 দিনগুলোর দিব্যি করে বলছি , 

 তোমাকেই ভালবাসি চিরকাল! 

 বুকের ভিতর দিয়ে তিরতির করে 

 বয়ে যাওয়া প্রবহমান নদীটাও জানে তা!

 হৃদয়ের একদমই ভিতর থেকে গাঢ়তম

 উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দের মধ্যে 

 আমি খুঁজে পাই তোমারই পবিত্র নাম - 

 সে তুমি আমার প্রেম!



 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much