১৫ সেপ্টেম্বর ২০২১

সাইফুল আলিম


 শরৎ এর স্নিগ্ধতায়

 


এই তো সবে বর্ষার মুষলধারে বৃষ্টির নেষার ঘোড় কেটেছে মাত্র। 

আকাশে ভেসে বেড়ায় এক টুকরো সাদা মেঘ।

পড়ন্ত বিকেলে গোমতী নদীর তীরে মনের বাতায়ন খুলে ঘাসের উপরে বসে আছি আমি।

দমধমে মৃদু বাতাসে শন শন করে  মন ও শরিলকে হালকা ছোয়ায় সিক্ত করে দিলো নিমিষেই।

আমি আনমনে নদীর কলতানের সহিত প্রান খুলে আত্ম কথনে মগ্ন কিছু মুহুর্ত। 

কাশফুল হেলিয়া দুলিয়া শড়ৎকে নিমন্ত্রণ করে  স্নিগ্ধতায় ছন্দের তালে তালে।

আর, 

আমি প্রিয়াসির জন্য শড়ৎ ফুলের মালা বুনি মনের হরসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much