মধুমতি
একটি কবিতা লেখার চেষ্টা করছি
কত বার কাটাকাটি করছি ধরছি
অথচ কবিতা আমাকে ধরা দিলনা
যা দিলো তা শুধু একরাশ শব্দ ব্যঞ্জনা
আমি তো তোমাকে নিয়েই ভাবছি সারা রাত
দিন শেষ হলে ফিরে আসো দিয়ে থাকো সাথ
এ কেমন তুমি আমাকে বলো কি চাও একা
তোমাকে তো দিইনা কিছুই দিই শুধু ব্যথা
তবুও ভালোবাসো তুমি তোমার মতো করে
প্রেম করো বুকে চোখে মুখে অপূর্ব আদরে
আমি ভেবে যায় সারারাত সারাদিন তুমি
কি ভাবে ভুলবো ছুঁয়ে আমারই বদনামি
অনেক ভাবনা ভেবে ফিরে যায় ঘুমে
আবার ডেকে যে তোলে কবিতায় চুমে
তোমার ঠোঁটের উপর লিখেছি শ্রুতি
তুমি তো কবিতা নও তুমি মধুমতি ।
সকলেই কমেন্ট করুন
উত্তরমুছুন