০৪ এপ্রিল ২০২১

মোহাঃ হাসানুজ্জামান




তুমি আছ তাই




চশমার পাওয়ার বেড়েছে আমার

দৃস্টি শক্তি হয়েছে ক্ষীণ,

তবুও কমেনি অন্তরের ভালোবাসা

তোমার প্রেমে আমার বসন্তবেলা।


উদাস বাউলের বীরহ সুর

বাড়াই মনের যাতনা,

মুগ্ধ আমি তোমার প্রেমে

যেমন চাঁদের গায়ে জোৎস্না।


শপথ ছিল মোদের মাঝে

কাটবে জীবন একসাথে,

তোমার অমূল্য হৃদয় টাতে

থাকব আমি আজীবন সম্পূর্ণরূপে।


আমার নেই শক্তি সামর্থ

তবু পায়না আমি ভয়,

জীর্ন শীর্ণ হয়েছি যন্ত্রনায়

তুমি আছ হবে এজীবনে জয়।


আমি হয়েছি আজ দূর্বল

তবুও কাটেনা বেলা দূর্ভাবনায়,

জীবন বোধের এই খেলায়

গাইবো মোরা ভালোবাসার সেই গান।



-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much