০৪ এপ্রিল ২০২১

শ্যামল রায়ের একগুচ্ছ কবিতা



সুতোয় গাঁথা ফুলগুলো

এক

সুতোয় বেঁধে রেখেছি ফুলগুলো

আলোর পথ দেখব

খুশিতে মেতে উঠবো।

আবার সুতোয় বেঁধে রেখেছি আগুন

পুড়িয়ে দেব যত সব আছে জঞ্জাল

অথচ সুতোয় বাঁধা আছে

 প্রেম জড়ানো ফুলগুলো।

আমি সারাটা দিন লেপটে থাকি

সুতোই বাধা ফুলগুলো জড়িয়ে রেখে।


দুই

বিশ্বাস বলে কিছু থাকে

বিশ্বাস ভাঙলে

সত্যটা অজানা থাকে

ভুলটা ভেঙে দেয় সুন্দর পাড়

এই ভাবে দেখতে দেখতে

চেনা-অচেনা নিয়ে

বেঁচে থাকার পর চলে যেতে হয়।


তিন

পিঁপড়েরা পিলপিল করে হেঁটে বেড়ায়

আমি শুধু দেখি

পিঁপড়েদের দেখে ভুলে যাই বিচ্ছেদ

আমরাও যেন বেঁচে থাকি

আসল ঠিকানায় জোট বদ্ধ থেকে।


চার

এখানে শুদ্ধ বাতাস আছে

এখানে নির্ভেজাল ভালোবাসা আছে

উড়িয়ে দাও তোমার আঁচলখানি

সবুজ ঘাসে পেতে বসে

শুদ্ধ বাতাস

আমাদের কথা শুনুক

জীবনের রং জড়ানো পথ

আলোকিত হয়ে উঠুক

সোহাগ নিয়ে দুজনের ভিতর।

পাঁচ

শব্দের পর শব্দ সাজাই নৌকা বানাই

দুহাত ছুঁয়ে দেখি। চোখে চোখ রাখি।

ভেসে বেড়াই সভ্যতার কাছে

জীবনের গান হতে।

তুমি জীবনের কাছে

বিশ্বাস নিয়ে নিঃশ্বাসে থেকো

আমিতো জোসনা জুড়ে স্বপ্ন আঁকি।

সর্বক্ষণ আনন্দ বুকে , বৃষ্টি আর রোদ্দুরে

শুধুই তোমাকে ভাবি

আমি যেন কখনো একা না হয়ে বাঁচি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much