প্রেমের ডায়রী থেকে
নৈঃশব্দ্যে কান পাতি
নিস্তব্ধতারও কিছু বলার থাকে ,
যে ভাষায় প্রকাশ থাকে না
সেই ভাষারও একটা ভাষা থাকে !
নৈঃশব্দ্যের শ্রোতা যদি মনের কান্না হয়
নুনা জলে ক্ষত হয় ! হৃদয় ছিড়ে রিক্তের স্রোত হয় !
কথা বলে কথক
পড়তে জানাটা তার দায় ,
ভালোবাসতে পারাটাই যদি স্বাধীনতা হয়
নিজের স্বপ্নটা নিজেকেই আগলে রাখতে হয় !
ভেতরের আলোটা নিজেকেই খুজতে হয় , খুজে নিতে হয়
সৃষ্টির আবেগ , মনের উল্লাসটা বুঝতে হয় ! সবকিছুই মেনে নিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much