০৪ এপ্রিল ২০২১

প্রতিমা রায়বিশ্বাস


 


লিপ্সা


তোমার তোমার তোমার কথায় সকাল সন্ধ্যা রাত্রি।

চোখের জলে সাঁতার কাটে এখন অতীত যাত্রী।

মনের ভিতর অনেক জাগা, জায়গা অনেক বিঘা।

শূন্য রঙের মন মেখে তাই আজও ফুটে থাকা।


জলের ভিতর আবির গুলে আমার চোখে চেয়ে 

প্রাপ্তি ছিল জল থই থই স্রোতের সারি গেয়ে।

আবার আমার সাহিল ভ'রে  উঠছে আবেগ প্রাণ।

রোপন আশায় যাই ছুঁয়ে তার বীজের অমোঘ টান।


ফসল ফলায় অনেক স্মৃতি এই তো দিনের ফল।

দেওয়াল ঘিরে চারটি দিকে অথৈ অশ্রু জল।

তোমার কথায় অনেক ভেজাল অনেক মিথ্যা স্বাদ।

তবুও আমার লিপ্সা অনেক মিথ্যা হয়েই থাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much