০৪ এপ্রিল ২০২১

কবিতা হালদার





গ্রীষ্মের দাবদাহে




চৈত্রের অবসানে তপ্ত দুপুরে কত কথা আসে মনে

ছুটে যেতে চায় তোমার চির শান্তির কাননে।

 

রুদ্র তোমার দারুন দীপ্তি মায়ের আঁচল তলে।

তৃষিত হরসে চৈত্র পবনে কিযেন চায় উতলা প্রাণে


মাতাল মহুয়া কলস কাঁখে কয়না কথা অভিমানে!

বোনের পলাশ ডেকে বলে করুন নয়নে!


অতিষ্ঠ আমার প্রাণ গ্রীষ্মের দহনে 

এক- লোটা জল দাও, বন্ধু তৃষিত পরানে !


রাখাল ছেলে ছড়ায় ধেনু মাঠে ঘাটে ভরদুপুরে  

ছুটে যায় তৃষিত পরানে মধুকরের মধূপ আহরণে।


বসন্ত বিদায়ে, কুঞ্জবনের ছায়ায় পড়েছে আজ কত রঙের মায়া

সব রাং মিলেমিশে যাবে

কৃষ্ণ চরণে, 

যমুনার কূলে বিরহী রাধার তৃষিত পরানে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much