০৪ এপ্রিল ২০২১

স্বপন কুমার ধর

 


আগ্নেয়গিরি



ছোটবেলা থেকেই দেখছি তোমায়,

যখন রেগে যাও,

ছড়িয়ে পড়ো দাবানলের মত,

অগ্ন্যুৎপাতের বিস্ফোরণ ঘটাও।


তোমার গর্ভের উত্তপ্ত লাভা,

ছড়িয়ে পড়ে চারিদিকে,

সরিয়ে দাও তুমি বৃষ্টির আশা,

উড়িয়ে দিয়ে মেঘকে।


স্পর্শ করেনা সুনামী তোমায়,

যতই থাকুক সেনানী,

বিজ্ঞান ও যেন থমকে দাঁড়ায়,

হয়ে কেবল অভিমানী।


জানিনা তোমার কখন, কিভাবে,

প্রশমিত হয় ক্ষোভ,

শান্ত হলে দেখতে কী পাও না,

ছড়ানো প্রাকৃতিক দুর্যোগ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much