স্বর্গ সুখের চাবি
তোর সব কথায় এখন
নয়ের যেনো বিধ্বস্ত ক্ষয়,
সকাল বেলা দিস'রে কথা
সন্ধ্যাবেলায় তোর নাহি রয়।
ভোরের আযান শুনে পাখি
যখন করে উঠে চিকিমিকি,
সাঝসকালে উঠে যে তুই
খুলিস মিথ্যা কথার উঁকি।
মুখে যা বলিস তুই কিছুক্ষণ
পর থাকেনা তোর মনে,
এমন যদি করিস সখী
তুই সর্বক্ষণ আমার সনে।
পাগল হয়ে দেখবি একদিন
আমি চলে যাবো দুর বনে,
কষ্টে পেয়ে তুইও একদিন
হাহাকারে কাঁদবি মনে মনে।
মুখে তোর এখন লেগে থাকে
মিষ্টি হাসির ছড়াছড়ি,
আমার একটু হাসি দেখলে
লাগিয়ে দিস আড়ি।
ভালোবেসে এত কষ্ট যদি
সখী আমায় তুই দিবি,
যদি আমি মরে যাই সখী
বলিস তুই কোথায় রবি?
সব ছেড়ে চলে আয়'না দুজন
নামাজ ইবাদত করে চলি,
ভালোবেসে দুজন দুজনার হয়ে
চল সুখের নীড় গড়ে তুলি।
নামাজ জান্নাতের সন্ধান মিলে
বলে গিয়েছেন প্রিয় নবী,
নামাজ পড়লে ইবাদত করলে
মিলবে স্বর্গ সুখের চাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much