০৯ নভেম্বর ২০২০

নূরজাহান শিল্পী



রোদ্দুরের মায়ালিপি


কিঞ্চিৎ আলোয় মেঘের মায়া

সমুদ্রপাড়ে আল্পনা-মাখা আবছায়া

তোমার অনুভবের নদীতে ডুবুরি আমি খুঁজে নিই অগণিত মুক্তোর মণি।

তোমার প্রবল আকাঙ্ক্ষার জলোচ্ছ্বাসে সুর তুলে আমার স্বপ্নের ধ্বনি-প্রতিধ্বনি।

সানন্দা পৃথিবী সাজে শব্দের আঁচলে।

সন্ধ্যার আলোক-মাখা প্রেমের কাব্য রচিত হয় সমর্পণে।

শিশিরে স্নান সেরে পদ্মপাতায় তৃষিত ইচ্ছাগুলো জ্যোৎস্না পোহায়।

মোহাচ্ছন্ন ক্ষণ লুকিয়ে যায় গহিন ছায়ায়।


মায়া-অশ্রু-নয়নে ডুবে যায় নীল প্রলেপী রাত।

আর আমি বেলান্তের শেষ পাতায় রোদ্দুরের মায়ালিপিতে খুঁজে বেড়াই তোমায়।


( যুক্তরাজ্য) 

1 টি মন্তব্য:

thank you so much