০৯ নভেম্বর ২০২০

ওয়াহিদা খাতুন



ও বেদিনী নাই কীরে তোর ঘর (গানঃ)


ও বেদিনী নেই কীরে তোর ঘর,

বেদিনী তুই নাকি যাযাবর, 

সাপ খেলাইয়া বহুদূরে--

বীণ বাজিয়ে যাসরে সুরে--

তোদের কেউ নেইযে আপন পর!

ও বেদিনী নেই কিরে তোর ঘর!!


নানাভাগে নানা পেশায় ঘুরিস বনেবনে,

শিঙা ফুঁকে ওষধ দিয়ে সারাস কতজনে,

কেউবা করিস মাছের পেশা বেচিস চুড়ি,মালা--

খুশি রাখিস নানা খেলায় পেটে নিয়ে জ্বালা--

বারো বছর হলে তোদের জোটে এসে বর!

ও বেদিনী নেই কিরে তোর ঘর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much