ফিনিক্স পাখি
তোমার বুক ছেনে আজন্ম ভাস্কর
কুড়িয়েছি মুক্তার সর্বগ্রাসী সুখ
বেঁধেছি আঁচলের খুঁটে।
মোহান্ধে হয়নি পড়া
চোখের শ্লেটে লেখা ভাষা
বোধের উল্লাসে কখনও বুঝেছো
কত পুড়ে বদলে যায় স্বর্ণকারের হাতে
সোনার স্বরূপ
নিরাকার চাকুর ফলায়
হৃদপিণ্ড উপরে নিরুদ্দেশ হলে
অঁচেনা মেরুর ফিনিক্স পাখি..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much