কান্না বদল করবে বলে
দরোজায় এসে দাঁড়ায়
দুটি কাঠ
নিরিবিলি হলে
গাছেদের সংসারে আসবাবের গল্প
অবিবাহিত জানালার অবৈধ প্রেম
ফাঁক পেলেই
উকিঁ দেয় পরকীয়া চোখ
অন্যকে সুখ দেবে বলেই
বিছানার নীচে
গাছেদের এই আত্মত্যাগ
মনে রেখেছে বেবুশ্যা রাত।
ফুঁ
বাঁশী জন্মের লোভে
ফুটো সঞ্চয় করে বাঁশ
শূন্য থেকে গড়িয়ে আসা ফুঁ
ধারণ করে গর্ভে
বেজে ওঠার আগে
ফুঁ আর ফূটো
কাছাকাছি আসে
ঘি আর সলতে
অপেক্ষা করে আগুনের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much