০৯ নভেম্বর ২০২০

ফটিক চৌধুরী

 

জ্যোৎস্না


কেমন ফুটে আছে চারিদিকে জ্যোৎস্না !

চাঁদ অকাতরে ঢেলে দেয় জ্যোৎস্না-সুধা

যা পান করে কবিরা মাতাল হয়।


কে ভেবেছে বনলতা সেনের চুলের কথা

কিংবা কে দেখা করবে চন্দনের বনে !

অবনী বাড়ি আছে কি না জানা নেই।


এভাবে মাতাল হাওয়ার মতো কিছু লাইন

ঘোরাফেরা করে--

শুধু জ্যোৎস্না যদি আড়ি না করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much