কবিতা দিতেই পারি
শ্যাম্পেনের বোতলের জলরাশির মত শব্দের ভীড়ে
গোধূলির কবিতা দিতেই পারি।
যেখানে জমে আছে শুভেচ্ছার কমল,আগামীর স্বপ্ন কথায়।
সকালের আবেশে পড়বে কোন এক সন্ধ্যার অনুরাগী।
নামহীন হয়ে যদি পারিজাত থাকে মনের অন্তরালে,কবিতা দিতেই পারি স্নিগ্ধ গোধূলির ধূলি মেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much