ঘোড়াড্ডিমের বড়া করে ধরা পড়ি ঘোড়ার চালে
আড়াই চালে ঘোড়ামারা বিন্দু বিন্দু ঘাম কপালে
পিণ্ডিরামের পিণ্ডি চটকাই
সাত ঘোড়ার হণ্ডা চাই
ঘোড়া টিপে বোড়া মারি
সাতকাহনের সাঁঝ-সকালে
বালখিল্য
রণজিৎ সরকার
অন্ধজনের হাতি দর্শন কেমন সে তো সবার জানা
কলম ঘুরিয়ে অনেকেই দেখি করে তানা নানা
অল্প বিদ্যের চোপায় ধার
ভয়ঙ্করি বোঝা ভার
তাদের জন্য হাত ঘুরিয়ে মোয়া মোয়া খেলা মানা
সাধারণ লিমেরিক
টুপ টুপ চুল ঝরে হায় হায় টাক পড়ে চাতাল
তের কেটে টাক তাতে নাচে কোন মাতাল
চুলের রেলিঙ ধরে ঝুলে
সবে পা রেখেছি টুলে
উলটে গিয়ে পালটি খেল ভাঙল মাথায় কাঁঠাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much