ধুম লেগেছে পাঁজর ঘরে
অমিতা তোকে স্বপ্নে দেখলাম I তোকে ঘিরে একটা ফড়িং উড়ছিল l হঠাৎই দেখছি তুই ঘাস l উঁহু ঠিক হলো না l ঘাসের শরীর টা ফড়িং সবুজটা তুই l ঠিক এমনই সময় আকাশ সিম্ফনি I বাতাস ঝমঝম হাসি l স্বপ্নটা ভেঙে গেলো l
হিসেব কষছি আকাশ আর বাতাস কোনটা তুমি l আর কোনটাই বা ফড়িং l আকাশ চোখের পাতায় তিরতির কেশর গন্ধ অন্য ভুবন নির্মাণ ছোঁয়া হতে একটার পর একটা আলেখা পাতাI
নেহাতই আমি l নইলে কি যে হতো l অমিতা অমিতা খেলতে খেলতেই তো হু হু দিন বয়ে যায় l টু -------কি ! না টাকা লাগেনা l পার্কস্ট্রিটের পানশালাও নয় , তবুও কোথা থেকে যেন আসতেই থাকে পেগের পরে পেগ l বেশ কয়েক পশলা নেশা নিজেকে নিজেই আঁকড়ে ধরি l আমার শরীর ছুঁয়ে থাকে আমারই শরীর l দম বন্ধ গলা বুক নাভি l মানচিত্রের দেওয়াল ঘিরে তো বেকারি ছাঁটাই খুন ধর্ষন তোলাবজি মূল্যবৃদ্ধির গরাদ l তবুও যে পাগলা ঘন্টি বাজে l জানালা গলে যায় l ছুটতে থাকে বাঁকুড়ার পোড়ামাটি ঘোড়া l কোথায় ছোটে l কোথায় ছোটে ধূলাপায়ে l স্বপ্নলাগা নেশা ধরা পাঁজর ঘরে l সেই খানে যে বাঁধ ভাঙা নদী l অসভ্য আমি l বেখেয়াল আমি l মাছরাঙা ঘাই l আদর করি l এই আমিই তখন তুই হয়েছি l আশ্লেষ বুদবুদ l শিশির ভেজা সোহাগ হাসি l বিলি কাটছে আঙুল l ডুবে যাচ্ছি l ডুবে যাচ্ছি ! কি যেনো কি l পিকাসো জ্যমিতি যাপন তিয়াস l বুকের ভেতর বুক l আকাশ ঢুকে পড়ে l সীমা -- মানচিত্র ছেঁড়ে l
ধুম জ্বর ওই তো কে যেন হাততালি দিচ্ছে l এতো লম্বা তালগাছ তাও হাতে আকাশ পায়না l ধূ ধূ শূন্য l আরও আরও কয়েক পেগ আ : l এইবার এইবার প্রিয় ঝরনা ফুলের গান শুনতে শুনতে নির্ভেজাল একা ক্রমেই দোকা হয়ে যাচ্ছি l এক্কা দোক্কা I এক্কা দোক্কা ! একলা দোকলা এইতো জোর ছুটছে এক্কাগাড়ি আ:! আ: ! এই বেশ এইতো বেশ নিজেকে নিজেই উ উম্ উম্ তুমি আমি পৃথিবী মাতন পিপাসাদংশন l জ্বলে জ্বলতেই থাকে I
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much