০৯ নভেম্বর ২০২০

আশিস চক্রবর্তী'র একটি অনুগল্প

 

সুযোগ


শঙ্করী পাঁচ বাড়ি কাজ করে সংসার চালায়। ভদ্রলোক সুপ্রিয় বাবু, ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে ওর ইজ্জত নিয়ে ছিনি মিনি খেলেছিল। শঙ্করী ভালো মতোই জানতো, প্রতিবাদ করলে সুফল কিছু আসবে না। কারণ, তার ইজ্জতের চেয়ে সুপ্রিয় বাবুর টাকার পরিমাণ অনেক বেশি ।


মাস খানেক পর , সুপ্রিয় বাবু মারা গেলেন গ্যাস সিলিন্ডার ফেটে। সেবার ফাঁকা বাড়ির সুযোগটা  শঙ্করীই নিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much