ঝুট_হ্যায়
কারা যেন বলে ভালোবাসায় নাকি
পূর্ণ হয় বৃত্ত!
আসলে সব ঝুট হ্যায়
এত কলঙ্কের সুরমা চোখে
কোথায় মেলাই চোখ!
কার সঙ্গে ?
যে রিংটোন বেজে উঠত প্রণয় ভাসাতে
সেখানে বিগত বছর থেকেই খরা
অথচ চোখ ভরা টলটলে জল বাড়তে থাকে
সুনামি আসবে!
ভুমিকম্প! কবে?
নীল আলোর নিচে কালসর্প অভিমান
জন্মান্তর ডাকে আয়
মৃত্যু এগিয়ে আসে কাছে
কোথায় যাব!
আসবে! কে?
আমার সোহাগ মেশে পথের ধুলোয়
বাম হাতের লোহা বাঁধানো আরও চেপে বসে
আয়নায় দেখি বিদ্রূপ
রহস্যময় হেসে খুঁচিয়ে দেয় ঘা
কাঠিন্য- মুখোশের আড়াল থেকে
চিৎকার করতে ইচ্ছে করে
সাধারণ যাপন-সুখের চেয়ে
বৈভব -প্রতিপত্তি-মাহাত্ব্য
আসলে সব ঝুট হ্যায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much