ছুঁয়ে দেখা
ছুঁয়ে ছুঁয়ে দেখলাম তোমায়
বলতে চাইলাম অনেক কিছুই
হলো না কিন্তু কিছুই বলা ।
গলার মাঝে আটকে নিলাম
তোমার নানান রঙের পাগলামো
বুকের ভেতর যত্ন করে রেখে দিলাম
তোমার বুকের সুপ্ত ফুল
চোখের তারায় লুকিয়ে নিলাম
দুষ্টু হাসির কথপোকথন
কানের মধ্যে ভরে নিলাম
তোলপাড় করা গলার সুর
তোমার সব কিছুকেই
মনের সাথে জুড়ে নিলাম ।
ঠোঁটের মাঝে বেঁধে নিলাম
আমার একটা বন্দী মন
কান্না ধোয়া হৃৎস্পন্দন
খাঁচার ভিতর ভাঙলো তাই
বলতে চাইলাম অনেক কিছুই
হলো না সত্যিই কিছু বলা
ছুঁয়ে ছুঁয়ে তাই দেখেই গেলাম
সত্যিই, হলো না কিছুই বলা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much