১০ নভেম্বর ২০২০

সাইফুল আলিম



ব্যঙ চিত্রের প্রতিবাদ 


এই মাসেতে আসলো ভবে( ১২ ই রবিউল আউল) 

আমার প্রানের নবী

দু-জাহানের সব মাখলুকাত

জানলো তাহা সবেই।


দেখ,পাখি নাচে পশু নাচে 

নাচে ফেরেশতা কুল

প্রিয় নবীর আগমনে 

মৃত গাছে ফুল ।


মৃত্তিকা কয় শুনরে মানব 

আজকে ঈদের দিন

কি দিয়ে যে সুধ করিবো

তারেই দেওয়া ঋণ ।


মনের হরসে উঠলো হেসে 

নবীর প্রেমে রবি

রহমতের ঐ আলোর জোতি

ছরায় বিশ্ব নবী।


সেজদায় পরে কান্দে রাসুল 

উম্মতের ই লাগি

আজ দেখা যায় নবীর প্রেমে 

উঠলো মুমিন জাগি। 


প্রিয় নবীর কদর বুঝলো

সকল ধর্মের লোক

ফ্রান্সের ঐ হারামজাদার

কাদলো না তার বুক।


রাসুলকে নিয়ে লোক সমাজে 

করলো এ কোন কাজ 

ব্যঙ চিত্রের সঠিক জবাব

বুঝিয়ে দেবো আজ।


অমানুষের সঠিক বিচার

বিশ্ব বাসির দরবারে

তা না হলে সব মুসলমান

করতে বিচার ধর্ তারে।


আর কতকাল ওরে দানব

নিবি পাপের অংশ

বলছি আমি হলফ করে

হয়ে যাবি ধ্বংস। 


রাসুলের অপমান ও মুসলমান

সইবে কেমন করে

দাত ভাঙা তার জবাব দিতে

আনতে হবে ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much