১০ নভেম্বর ২০২০

শুভমিতা বিশ্বাস




নীল উঠোনের অপেক্ষা


যদি পারো সূর্য ডুবে যাওয়ার পর এসো,

আমি এক কলসি সন্ধ্যা নিয়ে বসে থাকব 

নীল উঠোনে,

 শুরু হবে প্রতীক্ষা-

দীর্ঘ প্রতীক্ষা..


জানি,দূরের সাগরের বুকে গাঁথা সব ঢেউ, পারাপারে আসেনা- 

তবুও,কিছু ভাঙা ঝিনুক দাঁড়িয়ে থাকে এক হাঁটু লোনা জলে,


 উষ্ণতার কানায় কানায় যখন জোয়ারের জল, উপচে পড়ে

তখনই ভাঁটার মহাটান 

ফিরে যায়,

ফিরে যায় যারা পারে এসেছিল।

যারা সিঁড়ি ভেঙেছিল হৃদয়ের লোভে 

তাঁরা এখন পঙ্গু

তাঁরাও প্রতীক্ষায় আর 

আমিও....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much