দূষণ পর্ব
সে কোন দেশে তেপান্তরে ছিল যে তার বাস
ফুলের দোলা সরস ঠোঁটে ডাইনে বামে কাশ
মাঝের গলি সরলরেখা বিন্দু মেশে ঘামে
রূপকথা সে রূপকথা সে শহর গাঁয়ে জানে
বলছি আমি নিজের কথা তোমারও সই সখি
আপনমনে উদাস স্মৃতি একলা ঘরে বকি
ছিল যা সব নষ্ট হলো পৃথিবী সর্পিল
কুজন থুড়ি বাতাস ভারী শকুন ওড়ে চিল
শূন্য গোলা নিঃস্ব মরু উধাও কালো মেঘ
সাঁই সপাটে ঘূর্ণি ঝোড়ো দুস্টু গতিবেগ
কেন এমন হচ্ছে নাকি ধ্বংস কলিযুগ
কল্কি বুঝি ঐ এলো যে ধুকপুকিয়ে বুক
ঘর ভেঙেছে কুল ছাপানো মানুষ মরা নদী
সংক্রমণে বন্যা খরা শান্তি সুখে যতি
গলছে হিম ফুটছে জল কাঁপছে ভূমি থরো
সবুজ নেই সবুজ নেই আবর্জনা জড়ো
বাঁচাও মাগো রক্ষে করো বিপথগামী আমি
দূষণ জ্বরে আজ বুঝেছি প্রানটি ছিল দামি
খুব ভালো লাগলো
উত্তরমুছুন