১০ নভেম্বর ২০২০

শিবপ্রসাদ দে

স্মৃতির স্মরণী বেয়ে


আমার নিঃশব্দ বালুচরে

তোমার নিঃসঙ্গ পদচারনা, 

প্রবল তপ্ত হৃদয়ে, 

যেন হাড়হিম করা শীতল বাতাস। 

আমার ঝলসে যাওয়া হৃদয়, 

আজ আমি অর্বাচীন ও অপাঙক্তেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much