মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
স্মৃতির স্মরণী বেয়ে
আমার নিঃশব্দ বালুচরে
তোমার নিঃসঙ্গ পদচারনা,
প্রবল তপ্ত হৃদয়ে,
যেন হাড়হিম করা শীতল বাতাস।
আমার ঝলসে যাওয়া হৃদয়,
আজ আমি অর্বাচীন ও অপাঙক্তেয়।
thank you so much
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much