১০ নভেম্বর ২০২০

দুর্গাদাস মিদ্যা



নিদাঘের দিনে


বিনম্র রজনীর মত খোলা ছাদ হয়ে থাকো তুমি বিষণ্ণতার খেলাঘরে খেলা খেলা পাতি সাজাও আপন মনে। বেহুলার মতো হয়তো দুঃখ দুঃখ তোমার নেই তবুও মাঝ রাতে কান্না শুনি আকাশে। এযাবৎ যেসব কথা বলেছিলে তুমি  তার কাছে এসব যেন ম্লান মনে হয়। 

আসন্ন প্রসবা রমণীর মতো ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা মতো ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা রমণীর মতো ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা মতো ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা সে কি তোমাকে মানায়! 

তার চেয়ে চলো বনবীথিকায়

 হয়তোবা দুদন্ড শান্তি পাওয়া যেতে পারে এই নিদাঘের দিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much