সভ্যতার সেই বাউল অস্ত্র
বৈষ্ণব পদাবলীতেই হয়েছে এক ভয়ংকর হত্যা,সেই প্রথম বোধহয় ইতিহাসে অপরাধ
তারপর ধারালো লোহা আবিষ্কার হয়,বোমা গুলি ও আধুনিক অস্ত্রে সজ্জিত সকলে
বৃক্ত থেকেই পৃথিবী ঘুরছে,কম্পাসের কাঁটা এই স্থানে রেখে যাবতীয় দাগ---অংক বিজ্ঞান সাহিত্য রাজনীতি
মর্গের মৃতদেহের মতো এটি কার লাশ,খুঁজতে খুঁজতে জ্যৈষ্ঠের দুপুরে বর্ষায় শীত বসন্তে অনেকবার প্রকৃতি হয়েছি
যতদিন উত্তাপের প্রয়োজন হবে,ততদিন আমিও নতুন মাংসে নতুন অক্ষরে পুরুষ নারী।
অবিশ্বাস গর্ভে ধারণ করেছিল পিতাই,তখন মাতাই সন্তান লালন করতো অমল অন্ধকার থেকে
ক্রমে ক্রমে জন্মের অন্তর্ভেদী আর্তনাদ শুনে মাতা শুকতারার ভোরে পিতার থেকে গর্ভ কেড়ে নেয়
সেই থেকে গর্ভ-সন্তানে বিশ্বাস শব্দটি মগজে স্থাপন শুরু
তবু আদিম মস্তিষ্ক শিশির সুখ রোদ ও বৃষ্টির ভেতর অবধি
মাতা সৃষ্টি রক্ষা করতে পারলেও ক্রুশ-কাঞ্চন মধ্যে এখনো সুখ-নিঃশ্বাস পৃথক করতে পারেনি।
সেই মথুরা নগরী,প্রত্যাখ্যাত রাধা গলে গলে নদী থেকে নদী,যুগ থেকে যুগে আমাদের ঘর বৈঠকখানায় হাজির
কৃষ্ণ সে সময় যে অস্ত্র রাধার বুক লক্ষ্য করে ছুঁড়েছে,এত শতাব্দী পরেও শবের সংখ্যা বেড়ে সাতশো কোটি
কিন্তু প্রেম নামে সভ্যতার সেই বাউল-অস্ত্র,যমুনার বুক হতে আজ অবধি উদ্ধার সম্ভব হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much