০৩ নভেম্বর ২০২০

শারমিন সুলতানা রীনা

 অনন্ত নিদ্রা


 নিথর দেহে শুয়ে আছি সাড়ে তিন হাত মাটির ঘরে

একটু একটু করে ক্ষয়ে যায় শরীরি অবকাশ, 

হৃদয় সচল,চোখ দুটোয় খেলা করে তীব্র অনুভুতি।

তুমি কেন আগুনের লেলিহান শিখায় নিজকে পোড়াও

উঠে এসো অনন্ত নিদ্রায়

থাকো আমার পাশে

মরনের শিতলতায় মিশে যাই

একসাথে...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much