০৩ নভেম্বর ২০২০

পরাণ মাঝি

 গাছ 



আমার ভুল ছিল 

কারো কোনো দোষ ছিল না 

সব আমার ছিল 


সারারাত জেগে ক্লান্ত গাছটা ভাবেনি এভাবে হঠাৎ ছিন্নমূল হবে, এভাবে কাটা যাবে তার সযত্নে গড়া সবুজ শাখা প্রশাখা !


ঝড় নেই , অতি বর্ষন নেই , নেই কোনো বন্যার পূর্বাভাস 


কেবল মানুষ তার দরকারে গাছ রোপণ করবে আবার নিজের সুবিধার্থে নিধন করবে 


ভোরে উঠে বিড়বিড় করে বলছিল গলা কাটা গাছের লাশটা 


গাছ কী আর মানুষের মন বোঝে 

অবলার কত কথা বলা , ব্যথা-তুরের হাহাকার কে আর বোঝে 


বিশ্বাস নামের বহুতলে কবুতরের বাস 

মালিকের ইচ্ছে হলে মরে যাবে সবুজ ঘাস 


আন্তরিক প্রেমের বিচ্ছেদ মৃত্যুর সমান 

 কূলে এসে আছড়ে পড়ে কত সমাধান 


শান্তির আঁচল ছিঁড়ে যায় মলয় পবনেও 

মনের মরণ নেই বড় বেচারা সেও 


জীবনের ধাপে ধাপে বিষাদ সিন্ধু 

ভালোবেসে ছেড়ে গেলে বন্ধু 

ব্যথার ছাঁদে কত চাঁদ ওঠে 


গাছ তো  ফুল ফল দেয় আর শেষে জ্বালানি হয়ে পোড়ে 

বিশ্বাস না হয় একবার গিয়ে দাড়াও যে কোনো রাস্তার মোড়ে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much