অশেষ
মেঘের হাত ধরে মেঘ হতে চাওয়া
কিছু নতুন কথা নয়
এ যেন ঠিক স্বপ্ন নিয়ে খেলা করে স্বপ্নময় মন।
চলো এক ফাঁকে গিয়ে বসি নদীটির তীরে
কান পেতে শুনি নদী কি কথা বলে শীতল সমীরে।
চোখের সামনে দেখি বয়ে যায় নদী
একদিন দুদিন নয় বয়ে চলে শতাব্দী।
তবু তীর যেন কোনোদিন তৃপ্ত নয় বর্ষার আগমনে আরও বেশি উচ্ছল হয় |
উদ্দামে ভাসিয়ে দেয় দুই পাড়
তবুও শেষ হয়না চাওয়া পাওয়ার।
এটা ঠিক ভালোবাসা যদি অশেষ হয়
তবে চিরস্থায়ী হয় সেই পরিণয়।
অসাধারণ তৎপরতায় কবিতার প্রকাশ ঘটে গেল। দেবাশীষ কে ধন্যবাদ। সবাই পড়ুন। আশা করি ভালো লাগবে।
উত্তরমুছুন