মিষ্টি মা
মা ভালো খুব গল্প বলেন
সূর্য নদী চাঁদের
রবিঠাকুর মাদামকুরি
এবং কাহ্নপাদের।
গল্প বলেন হাজার রকম
মমি পিরামিডের
দই জিলিপি ফুলকো লুচি
এবং তাজা ক্ষিদের।
টাইটানিকের করুণ কথা
কিংবা সোঁদরবনের
ব্যাটে কেমন ফুল ফোটাতেন
গল্প বলেন ডনের।
বলতে বলতে অনেক কথা
মা হয়ে যান মিষ্টি যে
বাইরে তখন বাদল মেঘের
ঝিকিরমিকির বৃষ্টি যে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much