০৩ নভেম্বর ২০২০

হুমায়ুন গালিব

 মনের কাবা



সূর্যের আলো নক্ষত্রের আলোর নেই ক্ষয়

 জেগে থাকে গহীনে প্রেমিক হৃদয়

সুর উঠে তানসেনের প্রেমের জিকির

আমি তোমার নামেই করি বন্দনা ফিকির

 ফুটে সোনালি রোদের আভা

চুমু খাই ভেবে আমার মনের কাবা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much