০৩ নভেম্বর ২০২০

কবি মিশ্র

 আমার আমিত্ব



আমি একা হাঁটছি আল পথ বেয়ে

আমার আমিত্ব ক্রমশ দূরে সরে যাচ্ছে 

আস্তে আস্তে--

ব‍্যাকুল হয়ে বললাম, কেন আমায় ছেড়ে যাচ্ছো?

সে বলল,এটাই যে নিয়ম-

আমি বললাম, আমি বড় একা

আমায় ছেড়ে যেয়ো না!

আমার আমিত্ব সরতে সরতে আর ও দীর্ঘায়িত হল

আমি দু চোখ বন্ধ করে অঝোরে কাঁদতে লাগলাম

ভেতরের সমস্ত আমিত্ব ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে..


এক সময় চোখ মেলে দেখলাম

দীর্ঘায়িত আমিত্ব আর নাই

সব আমিত্ব আমার ভেতরে

আনন্দে চিৎকার করে বললাম

আর যেয়ো না,আমার যে অনেক লেখা বাকি

সে বলল,কেন?এবার আমায় নিয়ে লেখ

আমি এখন তোমার মধ্যে আছি-


অনেক ভাষা, অনেক শব্দ, অনেক ছবি

সব মনের মধ্যে ভেসে উঠল।


কিছুক্ষনের জন‍্য আমিত্ব আমার সঙ্গ দিয়ে ছিল

আমার সব দুঃখ,কষ্ট, যন্ত্রণা, অভিমান ভুলিয়ে

হাজার শব্দ মালায় গেঁথে দিয়ে গেল।


আবার সে সরতে সরতে দীর্ঘায়িত হতে লাগল

ও যে আমার প্রতিচ্ছায়া , প্রতিবিম্ব

এ ভাবে ই ঘটে চলে অবিরাম, চিরন্তন--



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much