বটগাছ
গাছ মানে ছায়া
ছায়া মানে শান্তি
স্নিগ্ধতার এই মায়া
দূর করে ক্লান্তি।
সবাই কি গাছ হতে পারে?
যার শিকড় মাটিতে প্রোথিত!
আমি জানি জীবনে যে হারে
পরাজিত বলে সে কথিত।
ডালপালা মেলে দাঁড়িয়ে আছে বট
আশ্রয়ে থাকে কত সব পাখি
মাঝে মাঝে যাই আমি তাহার নিকট
পূর্বপুরুষ বলে আমি তাকে ডাকি।
যদি কোনদিন ঘটে পরমাদ
বটগাছ আমার মাথার ছাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much