০৩ নভেম্বর ২০২০

সৌগত রাণা কবিয়াল

 সাজ পেয়ারী জোনাকি...


প্রিয় বৈষ্ণবী,

আমাকে জাগতে দিও প্রতি রাত..

সত্যের স্বরলিপি যখন প্রত্যাখ্যাত হয়েছে

তখন জনারণ্যে তোমার জন্য শুধুই ভালোবাসা...!


সবারই কিছু একান্ত সুখ থাকে মনে...

মহাজাগতিক বৈরাগী স্বভাবটা কি নিপাট তুমি 

মাঝে মাঝে কপট অঞ্জলি করে ছুঁড়ে দিতে পারো

 তোমার স্ববিরোধী জাগতিক সুখের কাছে মাথা নত করে...;


তবুও এসো তুমি,

সন্ধ্যে হলে শ্রান্ত পায়ে এসো আমার দুয়ারে..

আমি আশির্বাদের ঘাস ফুলের মাদুরে তোমার জন্য শান্তি পেতে রাখবো...!


প্রিয়, বৈষ্ণবী, 

সারাদিনের ধুলোমাখা ক্লান্ত তোমার মন আমি নিজ হাতে  চন্দন জলে ধুইয়ে দেবো আমার বুকের পটে রেখে....!


সারারাত আকাশ সামিয়ানায় তারাদের আলোয় 

হৃদয় ভরে নিঃশ্বাস নিয়ে প্রানবন্ত তোমার শরীরে সুখী ভোর এলে..

তখন তোমায় আমি আমার সকল আশির্বাদের ডালি দিয়ে আবার না হয় বৈষ্ণবী সাজিয়ে 

নিজ হাতে তোমার হাত ধরে এগিয়ে দেবো 

আরও একটি দিনের জন্য তোমার পার্থিব সমৃদ্ধির দিকে..

আর আমি আবার প্রার্থনায় বসবো 

তোমার তিলক-চন্দনের কপট রঙ মুছে দেয়ার শক্তি অর্জনে...!


মন প্রহেলিকা হলেও যে ভালোবাসা অহর্নিশ প্রদীপের শিখা...!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much