০৪ নভেম্বর ২০২০

হাবিবুর রহমান হাবিব

 বিস্মৃত স্বপ্ন





ক্রমশ স্বপ্নের রঙ গুলো বিবর্ণ,

দূরন্ত ছাঁয়া পথের কোন আকাশে ? 

জানেনা পুরোনো পৃথিবী, 

জানে না কোন মন,

জানে শুধু আঁখি। 

চিতাঁর ধোঁয়ায় ভেসেছে দিগন্ত, 

তবুও স্মৃতির ধোঁয়া উড়ছে আকাশে । 

নিভৃতে আলো শুধু আঁধার মাখা,

অজান্তে মনের গহনে । 

শেষ রাতের তারা গুলো নিবু নিবু,

আবার সন্ধ্যার প্রতিক্ষায়, 

চাওয়া পাওয়া এ যেন এক

অনন্ত মহা কালের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much