০৪ নভেম্বর ২০২০

অমিত কাশ‍্যপ

 বিপ্লব বল




বেশি দূরে না যাওয়াই ভালো 

ফেরার পথে তুমি না থাকতেই পার

চিরকাল সঙ্গ দেবে সবাই, ভাবা মূর্খামি

সাবধানী কথাটা মাথায় রেখে, বিপ্লব বল


সূর্যাস্তের পর কার্তিক মাস ঢুকে যাচ্ছে শহরে 

সে শহর এখন অনেক বদলের

ময়দানে হাওয়া খাওয়ার মানুষ 

ভিক্টোরিয়ার সেই পরির মুগ্ধতা চোখেই পড়ে না 

সাবধানী কথাটার আশ্চর্য ক্ষমতা 

ম‍্যাটাডোর হাঁকিয়ে ছুটছে, বিপ্লব বল


নিপুণ মানুষ মিছিলের শেষ প্রান্তে

খানিক আলোয়, খানিক অন্ধকারে, দূরে দূরে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much