বন্দি
ভাল্লাগেনা কার্টুন দেখা
,ঘরের ভেতর বন্দি।
হাত পা ছেড়ে ,দোর ডিঙিয়ে
খুকুর, বাইরে ওড়ার ফন্দি।
রইলো পরে ইংরেজি টা,
আজ মিথ্যে ছড়ার বই।
রান্না ঘরে ডাকলো মা যে
খুকু, হাতের লেখা কই?
হোমটাস্ক সব হয়েছি কি
এবার ধরবো মুখে মুখে?
মা যে কোথায় হারিয়ে গেছে
টিভি আর ফেসবুকে ।
হেল্থ ড্রিংকসের ঠান্ডা কাপে
গুলিয়ে ওঠে গা-টা।
কবে থেকেই মা এর কথায়,
খেলার মাঠে টা -টা।
সকল খুখুই আনমনা আজ
বুঝলে যাবে জানা।
ভুল শিক্ষা ফাঁদ পেতেছে
তাই ,স্বাধীন হতে মানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much