০৪ নভেম্বর ২০২০

দীপ্তি চক্রবর্তী

 আমার মা

মা মানেই রান্নাঘর

হলুদ মাখা শাড়িতে তেল চিটে দাগ

নিরলস দুটো চোখ

নিজেকে হাসিমুখে নিঙরে দেওয়ার

কি আপ্রাণ প্রচেষ্টা


মা , আমার মা

ব্যাথায় কাতর ফোলা ফোলা পা দুটো 

একটু একটু করে হারাচ্ছে চলার শক্তি

ডাক্তার ওষুধ 

হাই ব্লাড প্রেশারে হাঁফ টান


মা মানে এক আকাশ অভিমান

ঝেড়ে ফেলে বুকের কষ্ট

ভেঙে পড়া শরীরে একটু যত্নের টান

পাশে এসে একবার বলা

"ভালো আছিস তো মা!"


এক চিলতে উঠোন

রোদে শুকোয় মায়ের শাড়ি

আমাদের সুখ

গঙ্গা যমুনা ভেজা আঁচল

মায়ের স্বপ্নের ঘরবাড়ি


মা এক মহাকাব্য

রামায়ণ মহাভারত ইলিয়ড ওডিসি

নিজেকে ভেঙে ভেঙে 

সন্তানকে এগিয়ে দেওয়ার এক সমুদ্র স্বপ্ন

মা আমার সব কাজের পরে শক্ত দেওয়াল

একটু কান্নার আশ্রয়


পিছল পথের হাত ধরে এগিয়ে দেওয়ার স্বপ্ন 

সেই যে আমার মা

মা মানেই যুদ্ধ জয়

মা মানেই ভালোবাসার পরশ

মা নিজেই আমার কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much