লজ্জা ---
লালসার লালাতে... কামনার জ্বালাতে!
পুরুষের লোলুপে..,নারী চরিত্রে
ধর্ষনের কালিতে... লেপিছে শরীরে!
কাঁপিছে ধরিত্র!!
মিথ্যা বিচারের দাবিতে..
মোমবাতি মিছিলে মুখোশের আড়ালে...
লোলুপের চোখেতে... নারীর শরীরে
লালসার চোখেতে... ধর্ষণের অপেক্ষাতে!!
মিছিলেরে প্রতিবাদে.. মিথ্যার আবডালে
নিজেকে ঢেকে রাখে... ভদ্রের চাদরে!!
পুরুষের নামেতে... কলঙ্কের কালিতে,
মুখোশের আড়ালে আদরের ছলে,
কাছে টেনে নেই..কন্যা ডেকে...তারপরে রাবণের ছলে!!
নারী মাংসের লোভেতে... কুকুরের চোখেতে!
বহুরুপী রঙ্গেতে.. ঢেকে রাখে নিজেকে!!
কন্যা- জায়া জননীর চেহারা ভুলে.... টপ করে গিলে ফেলে অন্যের মেয়ে ভেবে!
কখনো সে ভাবেনা যে.. তোমার মা"রূপী কন্যাকে অন্য পুরুষেরা তোমারি মতো খাচ্ছে গিলে !!
একবারে বলো উত্তর আছে কাছে?
নাকি ভেবে নেবো তোমরা জানো সবে!?
মিলে- মিশে আছো সবে একদলে!
মিশে আছো মুখোশের আবডালে!!
ফিরে যাও অরণ্যেতে... কি হবে সভ্যতার বুলি আওড়িয়ে!!
নির্লজ্জের কালি ঢেলে দাও.. সভ্যতার ললাটে!
লোলুপের হাসিতে.. পশুদের মুখেতে লজ্জার আবরণে... লুকাবে গভীর বনে!!
থু-থুতে শব্দেরা মুছে যাবে!
হতাশার নদীতে অভিধান ডুবে যাবে!
নিশ্চুপ ভদ্র পুরুষের মুখে.. লজ্জার কাপড় ছুড়ে মারবে নারী!
কাপুরুষেরা পড়বে শাড়ী,চুড়ি!
আইনের পাল্লার ছিঁড়বে দড়ি!!
কেমন লজ্জা দিলাম নিশ্চুপ পুরুষ তোকে!
শৃংখলা পালাবে তোক ফেলে!
ফিরে যা আদিম যুগে!
অযথা কি হবে ইতিহাস রচিত করে!!
কখনো কি কাঁপোএাসে... তাই জ্বলিছে আগুন মহামানবের মহাকাশে!
মানুষ কাদেঁ, মানুষ হাসে.. জবাব মেলে না তার!
আমি ক্লান্ত! বড় অসহায়! হাজারো নুশরাত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much