০৪ নভেম্বর ২০২০

জাফর রেজা

 ক্ষমা কর প্রভু





তোমাকে দেয়া কথা

রাখতে পারিনি প্রভু

আমি নষ্ট হয়ে গেছি,

যেদিন পৃথিবীতে তুমি আমায় 

ছুঁড়ে ফেলে দিয়েছিলে

সেদিন থেকে ময়লা আবর্জনা

গায়ে মেখে মেখে আমি নোংরা হয়ে গেছি,

শুদ্ধ হবার প্রচন্ড বাসনা নিয়ে

জলের কাছে গিয়ে দেখি

জলও ময়লা, 

ফিরে আসতে গিয়েও পারিনি

পিছলে পরে স্রোতে ভেসে গেলাম

নোংরা থেকে আরও নোংরায়;


ক্ষমা কর প্রভু

আমি নষ্ট হয়ে গেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much