এর মানে কিন্তু জীবনে হেরে যাওয়া নয়, শিক্ষা নেয়া।
ডিপ্রেসন এক অদ্ভুত রোগ এই রোগের কারন আছে, কিন্তু প্রতিকার নাই। পৃথিবীর যাবতীয় ব্যথর্তা, হতাশা, ধাক্কা আর দূভার্গ্য এই সব কিছু এক চিমটি করে মিশিয়ে যে মিক্সচার বানানো হয় সেই মিক্সচারের নাম ডিপ্রেসন "নিষ্টুর পৃথিবী হুট করে একটা মানুষকে এই মিক্সচার গিলিয়ে দিতে পারে। ডিপ্রেসন নামের মিক্সচার গিলে ফেলা মানুষটা স্বপ্ন দেখতে ভুলে যায়, পৃথিবীর লাল নীল হলুদ সব রং তার কাছে সাদাকালো লাগে, সে বিশ্বাস করতে শুরু করে, তার দ্বারা আর কিছু হবে না। হয়তো আর "যদি "নামের শব্দ গুলো তার জীবনের ডিকশনারি থেকে মুছে যায়।
একটা মানুষ যখন শুধু কষ্ট পায় সে মন খারাপ করতে ইচ্ছে হয় কিংবা কাদঁতে ইচ্ছে হয়
সে যখন রাগ হয় তখন চিৎকার করে রাগের প্রকাশ ঘটাতে ইচ্ছে হয়। ডিপ্রেসন নামের এই অনুভুতিটা কষ্ট আর রাগ মিশালে এক বিচ্ছিরি অনুভুতি। ডিপ্রেসড মানুষের কান্না পায় না, চিৎকার করতে ও ইচ্ছে হয় না, তার নীরবে চিৎকার করে কাদঁতে ইচ্ছা হয় শুধু, কিন্তু সে কাদঁতে পারে না-একদম না।
একজন ডিপ্রেসড মানুষের মাঝে মাঝে শুধু দুই হাতে মুখ চেপে একা একা চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে। মাঝে মাঝে তার হারিয়ে যেতে ইচ্ছা করে।
দিন শেষে সে হারিয়ে যেতে পারে না, ডিপ্রেসন উল্টো তাকে হারিয়ে দেয়, মাথার উপর একটা হাত, পিঠে একটা আলতো চড় আর এক মুঠো ভাগ্য দরকার তার ভীষণ দরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much