০৩ ডিসেম্বর ২০২০

ওয়াসিম খান



সে আসবে বলে 

সেই কবে থেকে, সে আসবে বলে ,

প্রতিটা দুপুর বসে বট তলে থাকি একা একা । 

কোন শুভ দিনে, শুভ মুহূর্তে , 

শত যুগ পর তার সাথে হবে ক্ষণিকের দেখা । 


মন ভাঙে তবু আসলনা তো সে 

এ অপেক্ষার হয় নাকো কভু চির অবসান । 

পৃথিবীর বুকে আঁধার নামলে

জলে ভরে আখি, করি শুধু মিছে মিছে অভিমান। 


নীরবে পাথর কষ্টে কাতর 

বলি নাকো কথা কভু কারো সাথে একা একা হাসি ।

পাগল বলেই লোকে গালি দেয়

দেখ যত পারে, আমি চুপ থাকতেই ভালোবাসি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much