বিভ্রান্ত সম্পর্ক
তুমি দূরেই থাকো , দূরত্বেই তোমাকে মানায়
কাছে এলেই সব কেমন এলোমেলো হয়ে যায়,
চেনা পৃথিবীর ওম কি রকম অচেনা লাগে।
মনে হয় যেন আমার অস্তিত্ব ক্ষয়ে মিশে গেছে
তোমার বুকের গভীরে মোড়ানো যান্ত্রিক দর্শনে,
কুয়াশার ছাপ ফেলে যায় তোমার গমন পথের দু’দিকে।
তুমি দূরেই থাকো, যেমন আছো
কাছে এলেই জমানো অভিমান দু'চোখে উপচে পড়ে
শান্ত নদীর শীতল জলস্রোত ফুলে ফেঁপে ওঠে।
প্রতিটি তরঙ্গ যেন ভরসার প্রতীক হয়ে যায় তোমার স্পর্শে
তোমার লগ্ন মাধুরী জলে ভিজে যায় অপেক্ষার আঁচে সময়ের,
নেশা ভরা দৃষ্টির তরঙ্গে কামনার ঊর্মি দোলে ঘোর লাগা বিষাদে
আবছা আলোয় ভিজে যায় মন মহুয়ার বন।
তুমি দূরেই থাকো, যতোটা পারা যায়
আমারও মন ভুলে যাক সম্পর্ক, ভুলে যাক সব সংশয়
দ্বিধা দ্বন্দ্বের মায়া ছেড়ে কষ্টে থাকা সহজ।
মিথ্যা প্রবোধ মেনে নিয়ে সমঝোতা কঠিন বরং আরো
মুখোশের আড়ালে মুখ, সত্যের আদলে মিথ্যা অভিনয়ে
তোমাকে ভীষণ মানিয়ে গেছে আজকাল
তুমি বরং দূরেই থাকো, দূরত্বেই তোমাকে মানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much