০৩ ডিসেম্বর ২০২০

তাহসান কামরুজ্জামান

তুমি আসলে 


তুমি যখন আমার হৃদয়ের চারণভূমিতে পাড়ি জমাও"তখন পুরো পৃথিবী জুড়েই যেন আমার সুখের উল্লাস ছড়িয়ে যায় ! 

চারিদিকে সব ফেকাসে রংগুলো রঙিন হয়ে উঠে। 

যেন নতুন কোনো আকাশের দেখা মেলে"যেখানে শুধুই জমা হয়েছে  ব্যক্তিগত কিছু মনকাড়া বৃষ্টি। 


কতোদিন ধরেই তো তোমার হৃদয়ের আকাশে আমার নীল ঘুড়ি উড়িয়ে দিয়ে রেখেছি! 

যদি তুমি একটু তাকিয়ে দেখো,আমার হৃদয়ের আকাশটা কে,


তোমার প্রতিটা পদচারণে দলিত হয়ে উঠে আমার হৃদয়ের মন্দিরে! পুনরাবৃত্তি করতে থাকে তুমি এসেছিলে বলে। 

কি এক অদ্ভুত শক্তি দেখেছো? 

অদৃশ্য হয়েও ডাকাতে থাকো চুপটি করে হৃদয়ের ইশারা দিয়ে

রঙিয়ে দিতে পারো মনের অনুভূতিগুলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much