০৩ ডিসেম্বর ২০২০

অলোক দাস


পৃথিবী দাও বিদায়

হাওড়া  বন্দি মোন জটিলতায় বদ্ধ জীবন, স্রোতের ধারার মতো বইছে দিনরাত - কিছু স্মৃতি আছে, যা ভোলার নয়, কবিতার দেশে এঁকে যাই, এই চলে আসা পথের ঠিকানা, হ্যাঁ মোন কথা বলে কখনো, যখন আমরা গভীর ঘুমে আছন্ন ।যেখানে গান নেই, ভালোবাসার অভাব, প্রাণ নেই, আশ্রয় ও নেই, তখনি 'mon' বলে বিদায় দাও । নীল আকাশ যা স্থির চিরদিন, তার নিচে শুধু কান্না, শুনছি বারবার । জানি দেহের বাঁদিকে যে  ঘড়িটা চলছে, সেটা অমূল্য । দামি বাড়ি, গাড়ি ও অর্থ যতই হোক, এর কোনো মূল্য নেই, কিন্তু বাঁদিকের ঘড়িটা বড়োই অমূল্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much