নীল সরস্বতী
পাতিরাম থেকে ধ্যানবিন্দু যেতে যেতে
পথে পড়ে মধ্যিখানে এ্যালবার্ট হল।
তুমিতো জেনেছ যাকে কফিহাউস
অথচ কুহকপথে জানি আমি
নীল সরস্বতী! সমস্ত গরল গলে
কফির ইনফিউশানে মৃদু ধোয়া ওড়ে
আঙুলে অক্ষর ঠিক মদির সেতারে
ছঁয়ে দিলে ফুটে থাকে শব্দের দো্যতনা
লিটিল ম্যাগাজিনের দ্রোহ মুখবন্ধ
নতুন পাতার গন্ধে লেগে থাকে
ঐশী নূরমাখা আকাংখিত স্বপ্ন।
খুব সুন্দর লাগলো৷
উত্তরমুছুন